পাঠা ছাগল দিয়ে কুরবানী কি জায়েজ?

আসসালামু আলাইকুম ট্রিকবিডিফ্রি.কম এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করবো পাঠা বা ভোকরা ছাগল দিয়ে কুরবানী করা জায়েজ হবে কি না?

পাঠা ছাগল দিয়ে কুরবানি কি জায়েজ? Patha Cagol Diya Korbani
পাঠা ছাগল দিয়ে কুরবানি কি জায়েজ?

পাঠা বা ভোকরা দিয়ে কুরবানী কি জায়েজ?

আমরা সবাই তো ছাগল তো সবাই চিনি সবার আগে আমাদের জানতে হবে পাঠা বা ভোকরা ছাগল কি?

পাঠা ছাগল:-যেই ছাগলের কোন কাটান দেওয়া হয় না বিচি কাটা বা অন্ডকোষ কাটা হয় না সেই ছাগল গুলোকে পাঠা বলা হয়।এর শরিল দিয়ে পাঠা পাঠা গন্ধ বের হয়। এরা বো বো করে ডাকে।এই ছাগল দিয়ে ডাক দেখানো হয় বা গরম হওয়া ছাগলকে বীজ দেয় যাতে ওই ছাগল গর্ভবতী হয় বা পেটে বাচ্চা আশে।

খাশি ছাগল:-যেই ছাগলের মুসলমানী হিসেবে কাটান দেওয়া হয় বা অন্ডকোষ কেটে ফেলা হয় তাকে খাশি ছাগল বলে।

পাটি ছাগল:-যেই ছাগল যুবতী এখনো বাচ্চা হয়নী তাকে পাঠি ছাগল বলে।

ধাড়ি ছাগল:-যেই ছাগলের কয়েকবার বাচ্চা হয়েছে তাকে ধাড়ি ছাগল বলে।

এখন প্রশ্ন হলো কোন ছাগল দিয়ে কুরবানী করা জায়েজ?

উত্তর :- আপনি খাশি,পাঠি,পাঠা এবং ধাড়ি ছাগল  দিয়ে কুরবানি দিতে পারবেন
তবে কোনো কানা, খোড়া ছাগল দিয়ে কুরবানী দিতে পারবেন না।এব্যাপারে আরো অনেক মাসআলা রয়েছে আপনারা ভালো কোনো হুজুর এর কাছে থেকে জেনে নিবেন।

আজকের পোস্টের মুল শিরোনাম ছিলো পাঠা দিয়ে কুরবানী করা জায়েজ হবে কিনা আপনারা এতক্ষণ বুঝে গিয়েছেন যে পাঠার গোশত খাওয়া হালাল এবং পাঠা দিয়ে কুরবানী করা জায়েজ রয়েছে। আপনারা যারা আরব দেশ যেমন সৌদি আরব থাকেন, তাহলে সেখানে পাঠার গোশত অবশ্যই খেয়েছেন কারন তারা খাশি ছাগল তেমন পালন করে না।পাঠার গোশত সৌদি আরবের মানুষ খাই।

কোন কোন পশু দিয়ে কোরবানী জায়েজ

গরু,ছাগল,মহিষ,ভেড়া,দুম্বা,উট দিয়ে কুরবানী জায়েজ। এগুলো বাদে অন্য কোনো পশু দিয়ে কোরবানি দিলে হবে না। কেউ যদি হরিন দিয়ে কুরবানী করে তবে তার কুরবানী আদায় হবে না।কেউ যদি ব্রয়লার মুরগি অথবা মোরগ মুরগি দিয়ে কোরবানী করে তার কুরবানী আদায় হবে না।

পোস্টে কোথায় ভুল হলে ক্ষমা করবেন সকল প্রকার টিপস এবং ট্রিক পেতে আমাদের ওয়েবসাইট www.trickbdfree.com এর সাথেই থাকুন আল্লাহ হাফেজ।

Next Post Previous Post
2 Comments
  • নামহীন
    নামহীন ১৮ জুন, ২০২৩ এ ১২:৩৯ PM

    পাঠার গোশত খাওয়া হালাল আজকে জানলাম এবং কুরবানী দেওয়া জাবে,খুবই ভালো লাগলো ধন্যবাদ

  • MD Sobuj Ali
    MD Sobuj Ali ২০ জুন, ২০২৩ এ ১১:২২ PM

    Thanks You

Add Comment
comment url