যেকোনো সিমে আনলিমিটেড ফ্রি নেট চালানোর উপায় ২০২৩
যেকোনো সিমে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট |
ট্রিকবিডি Trickbd ফ্রির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।আজকে আমি আপনাদের শিখিয়ে দিবো কিভাবে যেকোনো সিমে ফ্রি নেট চালাবেন টাকা এবং এমবি ছাড়া।
যে কোনে সিম দিয়ে ফ্রি নেট চালানোর উপায়
বর্তমানে ইন্টারনেট প্যাকেজ দাম অনেক বৃদ্ধি পেয়েছে, রবি, এয়ারটেল,বাংলালিংক সিমের ইন্টারনেট প্যাকেজ এর দাম কিছুটা কম রয়েছে। তবে গ্রামিনফোন সিমের ইন্টারনেট প্যাকেজ এর দাম আকাশচুম্বী,আমাদের ধরা ছোঁয়ার বাইরে তাই আমরা এতো টাকা খরচ করে MB কিনতে পারি না। যদিও কিনি ফোনে টাওয়ার পায় না ২জি অথবা H+ হয়ে বসে থাকে আর চাকা ঘুরে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন এলাকায় এমন হচ্ছে।তাই আমরা যারা এমবি কিনে চালাতে পারি না তাদের জন্য সুখবর আপনি এখন থেকে যেকোনো সিমে HTTP Custom বা UDP Servers এর মাধ্যমে ফ্রিতে নেট চালাতে পারবেন। তবে সব কোম্পানি সিমে স্পিড একই দিবে না। কোনোটাই ভালো চলবে কোনটাই একটু নরমাল। তবে আমি বলতে পারি যে নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো। কারন আপনার যখন ইমারজেন্সি MB প্রয়োজন তখন দেখা গেলো আপনার একাউন্টে টাকা নেই বা ভালো কোনো MB এর অফার নেই,এমন সময় আপনি এই ট্রিক টা কাজে লাগিয়ে ফ্রিতে নেট চালাবেন তবে এমবি কিনে চালানার মতো আরাম না পেলেও ভালো রকম চলবে এই ফ্রি নেট আমি আশা করছি।আমি ১মাস ধরে এয়ারটেল সিমের মাধ্যমে চালাচ্ছি ভালোই চলছে তাই এটুকু বলতে পারি যে এয়ারটেল সিমে ভালোই চলবে।
ফ্রি নেট চালাতে হলে একটি এপস লাগবে Apps টির নাম হলো HTTP Custom তাই প্রথমেই চলে যাবেন Google Playstore তারপর সার্চ দিবেন HTTP Custom তারপর এপটি ইনস্টল দিবেন।
এরপর আপনাদের কনফিগ তৈরি করতে হবে।আপনাদের ঝামেলা এড়াতে আমি নিজে তৈরি করে রেখেছি আপনাদের তৈরি করা লাগবে না আমি লিংক দিয়ে দিচ্ছি, তারপর এখান থেকে এই Config File টি ডাউনলোড করে রাখুন। এই Config File এর মেয়াদ ৭দিন।তাই ৭দিন পার হয়ে গেলে আবার নতুন কনফিগ লাগবে। পরবর্তী পোস্টে দেখাবো কিভাবে কনফিগ ফাইল নিজে নিজেই তৈরি করবেন।
কিভাবে কনফিগ বানাতে হয় জানতে এই পোস্ট টি দেখুন যেকোনো সিমে ফ্রি নেট৷ HTTP Custom UDP Config Method
কনফিগ এর আবডেট পেতে এখানে Telegram Group অথবা Telegram Channel জয়েন হয়ে থাকুন এবং নতুন নতুন কনফিগ পেতে কমেন্ট করে জানান।
তারপর স্কিনসর্ট অনুযায়ী + চিহ্নে ক্লিক করুন
তারপর Open Config এ ক্লিক করুন।
তারপর আপনার File Manager ওপেন হবে তারপর ডাউনলোড করা এই কনফিগ ফাইল কোথায় আছে সেখানে ক্লিক করুন
তারপর কানেন্ট করুন
দেখুন ফ্রি নেট চলছে চালান আরামে।
কানেন্ট না হলে Airplane মোড অন অফ করবেন। আর একটি কথা কারো ফ্রি নেট না চললে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি বিষয়টি দেখবো।
পোস্ট টি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এমনি সব ইন্টারেস্টিং ও আনকমন পোস্ট পেতে আমাদের ওয়েব সাইড ট্রিকবিডি ফ্রি Trickbd Free.com এর সাথেই থাকুন আল্লাহ হাফেজ।
ধন্যবাদ ভাইয়া আমার এয়ারটেলে ফ্রি নেট চলছে
Thanks You