ইফতারের আগের এবং পরের দোয়া কেউ ইফতার করালে তার জন্য দোয়া

আসসালামু আলাইকুম আজকে আপনারা এই পোস্টের মাধ্যমে যা যা জানতে পারবেন তা হলো

  • ইফতারের পূর্বের দুআ 
  • ইফতার শুরুর দুআ 
  • ইফতারের পরের দুআ 
  • কেউ ইফতার করালে তার জন্য দুআ 
  • পাপ ও ঋণ থেকে বাঁচার দুআ 
  • তওবা ও ইস্তিগফারের দুআ 
  • কবুল হয় যাদের দুআ 

ইফতারের আগে এবং পরের দোয়া কেউ ইফতার করালে তার জন্য দোয়া ইফতারের পূর্বের দুআ  ইফতার শুরুর দুআ  ইফতারের পরের দুআ  কেউ ইফতার করালে তার জন্য দুআ  পাপ ও ঋণ থেকে বাঁচার দুআ  তওবা ও ইস্তিগফারের দুআ  কবুল হয় যাদের দুআ
ইফতারের আগে এবং পরের দোয়া কেউ ইফতার করালে তার জন্য দোয়া


এই দোয়া গুলোর আরবি, বাংলা উচ্চারণ ও অর্থ সহ নিচে দেওয়া হলো।

ইফতারের পূর্বের দুআ 

اللَّهُمَّ إِنِّي أَسْتَلْكَ بِرَحْمَتِكَ الَّتِي وَسِعَتْ كُلَّ شَيْءٍ أَنْ تَغْفِرَ لِي 

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসয়ালুকা বিরাহমাতিকাল্লাতি ওয়াসিয়াত কুল্লা শাইয়িন আন তাগফিরালি । 

অর্থ : 'হে আল্লাহ! তোমার যে রহমত সকল কিছু পরিবেষ্টন করে রেখেছে, তার দ্বারা প্রার্থনা করছি- তুমি আমাকে ক্ষমা করে দাও।' (ইবনে মাজাহ ১৭৫৩) 

ইফতার শুরুর দুআ 

اللُّهُمْ لَكَ شَيْك وَ عَلى رِزْقِكَ أَفعَرْتُ 

উচ্চারণ : আল্লাহম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। 

অর্থ : 'হে আল্লাহ! আমি একমাত্র তোমারই সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রেখেছি, আর তোমারই দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি।' (আবু দাউদ : ২৩৫০)

ইফতারের আগে এবং পরের দোয়া কেউ ইফতার করালে তার জন্য দোয়া .jpgইফতারের পূর্বের দুআ  ইফতার শুরুর দুআ  ইফতারের পরের দুআ  কেউ ইফতার করালে তার জন্য দুআ  পাপ ও ঋণ থেকে বাঁচার দুআ  তওবা ও ইস্তিগফারের দুআ  কবুল হয় যাদের দুআ Dua before and after Iftar Dua for someone who breaks Iftar
ইফতারের পরের দোয়া

ইফতারের পরের দুআ 

كتب الليا، والتلتِ الْعُرُوق وَكبَكَ الْأَجْرُ إِن شَاءَ الله 

উচ্চারণ : জাহাবাজ জমাউ ওয়ার তাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। 

অর্থ : পিপাসা দূর হলো, শিরা-উপশিরা সিক্ত হলো এবং নেকি নির্ধারিত হলো যদি আল্লাহ চান। (আবু দাউদ : ২৩৪৯) 

কেউ ইফতার করালে তার জন্য দুআ 

أفقر عِنْدَكُمُ الظَّالِمُونَ وَأَكُل طَعَامَكُمُ الْأَبْرَارُ وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلَائِكَةُ. 

উচ্চারণ : আফরা ইনদাকুমুস সায়িমুনা, ওয়া আকালা তুয়ামাকুমুল আবরারু ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়িকাহ।

অর্থ : 'সিয়াম পালনকারীগণ তোমাদের নিকট ইফতার করুক, সৎ লোকগণ তোমাদের আহার গ্রহণ করুক এবং ফেরেশতাগণ তোমাদের জন্য দুআ করুক।' (আবু দাউদ : ৩৮১১, ইবনে মাজাহ : ১৭৪৭, ইবনে হিব্বান : ৫২৯৬) 

পাপ ও ঋণ থেকে বাঁচার দুআ 

اللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ 

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল মা’সামি ওয়াল মাগরাম। 

অর্থ : 'হে আল্লাহ! আমি পাপ ও ঋণ থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি।' (বুখারি : ২২৩৯, মুসলিম : ১২০৩ ) 

তওবা ও ইস্তিগফারের দুআ 

رب الميرُ وَارْحَمْ وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ 

উচ্চারণ : রাব্বিগফির ওয়ার হাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। অর্থ : 'হে আমার প্রতিপালক! আমাকে ক্ষমা করুন ও দয়া করুন, আপনিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু।' (আল মু'মিনুন-২৩ : ১১৮) 

কবুল হয় যাদের দুআ 

  عن أَبي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : ثَلَاثَةٌ لَا تُرَدُّ دَعْوَتُهُمْ : الظَّالِمُ حَتَّى يُفْطِرُ، وَالْإِمَامُ الْعَادِلُ، وَدَعْوَةُ الْمَعْلُومِ يَرْفَعُهَا اللَّهُ فَوْقَ الْغَمَامِ وَ يَفْتَحُ لَهَا أَبَوَاتِ السَّمَاءِ وَيَقُولُ الرَّب : وعري لأنصُرُ لكَ وَلَوْ بَعْدَ حِينٍ 
উচ্চারণ : আন আবি হুরায়রাতা কুলা কুলা রাসূলুল্লাহি সালাসাতুন লা তুরাদ্দু দা'ওয়াতুহুম আস সায়েমু হাত্তা ইউফতেরা, ওয়াল ইমামুল আদিলু, ওয়া দাওয়াতুল মাজলুমি ইয়ারফাউহাল্লাহু ফাওক্বাল গমামি ওয়া ইয়াফতাহু লাহা আবওয়াবাস সামায়ি ওয়া ইয়াকুলুর রব্বু, ওয়া ইজ্জাতি লাআনসুরান্না কি ওয়ালাও বায়াদা হিন । 


অর্থ : 'আবু হুরায়রা হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ বলেছেন, তিন শ্রেণির লোকের দুআ ফেরত দেওয়া হয় না। ১. সিয়াম পালনকারী, যতক্ষণ পর্যন্ত না সে ইফতার করে। ২. ন্যায়পরায়ণ বাদশাহ। ৩. মজলুম ব্যক্তি। এই তিন ব্যক্তির দুআ আল্লাহ তাআলা মেঘের ওপরে উঠিয়ে নেন এবং এর জন্য আকাশের দরজা খুলে দেন। আল্লাহ তাআলা তাঁর ইজ্জতের কসম খেয়ে বলেন, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব- যদিও দেরিতে হয়। (তিরমিজি: ৩৫৯৮, ইবনে মাজাহ : ১৭৫২ )


কোথায় ভুল ক্রুটি হলে আমাদের কমেন্ট করে জানাবেন সকল প্রকার টিপস এবং ট্রিক পেতে আমাদের ওয়েবসাইট ট্রিকবিডিফ্রি Trickbdfree এর সাথেই থাকুন।আল্লাহ হাফেজ। 

Next Post Previous Post
1 Comments
  • নামহীন
    নামহীন ১৩ এপ্রিল, ২০২৩ এ ৬:০৪ PM

    Nice Post Thanks You

Add Comment
comment url