যে সকল কারণে রোযা না রাখার অনুমতি রয়েছে
যে সকল কারণে রোযা না রাখার অনুমতি রয়েছে
যে সকল কারণে রোযা না রাখার অনুমতি রয়েছে |
যে সকল কারণে রোযা না রাখার অনুমতি রয়েছে
তবে অসুস্থ অবস্থায় রোজা ছাড়তে হলে কোনো অভিজ্ঞ দীনদার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অথবা নিজের অভিজ্ঞতা ও জ্ঞানের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। শুধু নিজের কাল্পনিক খেয়ালের বশীভূত হয়ে আশঙ্কাবোধ করে রোজা ছাড়া জায়েজ হবে না। এভাবে রোজা না রাখলে কাজা ও কাফফারা উভয়টা ওয়াজিব হবে।
২। গর্ভবতীর নিজের বা গর্ভস্থ সন্তানের ক্ষতির পূর্ণ আশঙ্কা থাকিলে ।
৩। স্তন্য দুধের উপর নির্ভরশীল শিশুর (জনী রোজা রাখিলে) দুধের অভাবে ক্ষতির পূর্ণ আশঙ্কা থাকিলে ।
৪। মুসাফির হইলে অর্থাৎ শরয়ী ৪৮ মাইল বা ততোধিক দূরবর্তী স্থানে যাওয়ার নিয়তে মহল্লা হইতে বাহির হইলে।
৫। হায়েজ ও নেফাস অবস্থায় রোজা রাখা নাযায়েজ উপরোক্ত ওজনসমূহ শেষ হইয়া গেলে পরে কাজা করিতে হইবে। আর অত্যাধিক বার্ধক্যের কারণে রোজা রাখা সম্ভব না হইলে প্রতিটি রোজার পরিবর্তে একজন মিসকীন কে একদিনের ২ ওয়াক্তপূর্ণ খোরাক বা তৎমূল্য দান করিতে হইবে।
পোস্টে কোথাও ভুল ক্রুটি হলে ক্ষমা করবেন। সকল প্রকার টিপস এবং ট্রিক পেতে আমাদের ওয়েবসাইট TrickBD Free এর সাথেই থাকুন আল্লাহ হাফেজ।