ইউপিএস কি? What is UPS?

ইউপিএস কি? What is UPS?

Trickbd Free এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা জানবো ইউপিএস কি? 
ইউপিএস কি? What is UPS?
ইউপিএস কি? What is UPS?

ইউপিএস কি? What is UPS?

ইউপিএস (UPS)-এর পূর্ণ নাম Uninterruptible Power Supply। এটি বিশেষ এক ধরনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। এর মধ্যে রয়েছে গৌণ সঞ্চয়ক কোষ বা ব্যাটারি যা বিদ্যুৎশক্তি সঞ্চয় করে রাখে। ফলে হঠাৎ করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে এতে সঞ্চিত বিদ্যুৎ কম্পিউটারে বা অন্য যেকোনো ইলেকট্রনিক যন্ত্রে বিদ্যুৎশক্তি সরবরাহ করে। সরবরাহ বন্ধ হওয়ার এক থেকে দুই মিলিসেকেন্ডের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন হয়। কম্পিউটারের সাথে ইউপিএস ব্যবহার করা হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার সাথে সাথে ইউপিএস-এ জমাকৃত বিদ্যুতের সাহায্যে কম্পিউটার সচল বা চালু থাকে ।এতে কারেন্ট চলে গেলে আপনি বুঝতে পারবেন না কখন কারিন চলে গেলো। ফলে ব্যবহারকারীগণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার পর ইউপিএস-এর মাধ্যমে পরিচালিত কম্পিউটারের গুরুত্বপূর্ণ ডেটাসমূহ এ সময়ের মধ্যে সংরক্ষণ করতে পারে এতে গুরুত্বপূর্ণ কাজে কোনো ডিস্টার্ব হবে না। স্বাভাবিক অবস্থায় কম্পিউটারের বিদ্যুৎ সরবরাহের জন্য সংযোগ ব্যবস্থা ইউপিএস-এর মধ্যে দিয়েই করা হয়, যেন সরবরাহ বন্ধ হওয়া মাত্রই ইউপিএস তার কাজ শুরু করতে পারে। বাজারে বিভিন্ন ক্ষমতার ইউপিএস পাওয়া যায়। এগুলো ৫/১০ মিনিট থেকে শুরু করে কয়েক ঘন্টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে পারে।তাই গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনারা UPS কিনতে পারেন।

ইউপিএস এর দাম কত?

বাজারে হাজার কোম্পানির হাজার রকম ইউপিএস রয়েছে। আপনি কত ওয়াটের ইউপিএস কিনবেন তার উপর দাম নির্ভর করে।ধরেন আপনি সুধু একটি কম্পিউটার চালানোর জন্য ইউপিএস কিনবেন তাহলে  ধরেন আনুমানিক সর্বনিম্ম ২ হাজার টাকা থেকে  শুরু।এর উপরে আপনি যতো বেশি টাকা দিয়ে কিনবেন সেটি ততো ভালো। কোম্পানি ভেদে দাম কম বেশি হবে।পরবর্তী পোস্টে আমরা জানবো কোন ইউপিএস এর দান কত বিস্তারিত। আজকে আপনাদের ধারনা দেওয়ার চেষ্টা করলাম ইউপিএস কি এবং এর দাম কেমন হতে পারে।


আজকের মতো বিদায় কোনো প্রকার ভুল ক্রুটি হলে ক্ষমা করবেন এবং সকল প্রকার টিপস এবং ট্রিক পেতে আমাদের ওয়েবসাইট Trickbd Free এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url