কম্পিউটার ভাইরাসের লক্ষণ সমূহ কি কি?

কিভাবে বুঝবেন আপনার কম্পিউটার ভাইরাসে আক্রান্ত?

ভাইরাস ও মেলওয়্যার এ আক্রান্ত হবার লক্ষণ ভাইরাস আক্রান্ত কম্পিউটারের লক্ষণ অন্যান্য রোগ বালাইয়ের মত। তার আগে এখানে ক্লিক করে জেনে নিন কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস সংক্রমণেরও নির্দিষ্ট কিছু উপসর্গ রয়েছে। নিম্নে একটি কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হলে কী কী লক্ষণ দেখা দিতে পারে সে সম্পর্কে আলোচনা করা হলো

কিভাবে বুঝবেন আপনার কম্পিউটার ভাইরাসে আক্রান্ত?কম্পিউটার ভাইরাসের লক্ষণ সমূহ কি কি?
কম্পিউটার ভাইরাসের লক্ষণ সমূহ কি কি?

কম্পিউটার ভাইরাসের লক্ষণ সমূহ কি কি?কম্পিউটার ভাইরাস ও মেলওয়্যার আক্রান্তের লক্ষন কি কি?

কোন  কম্পিউটারে নিম্মে উল্লেখিত সবগুলো অথবা যে কোন একটি লক্ষণ দেখা গেলে জানতে হবে কম্পিউটার

ভাইরাসে আক্রান্ত হয়াছে।যথাঃ-

১. কম্পিউটার চালু হতে আগের চেয়ে বেশি সময় নেওয়া।

2. EXE এবং COM ফাইলের আকার বেড়ে যায় ।

৩. হঠাৎ করে ফাইল উধাও হয়ে যায় অথবা নাম পরিবর্তিত হয়ে যায়।

৪. ফাইলের কিছু অংশে অবাঞ্ছিত চিহ্ন বা বার্তা দেখা যায় ।

৫. পর্দায় অদ্ভূত বা হাস্যকর বার্তা বা চিত্র পরিলক্ষিত হওয়া।

৬. সিস্টেমের সময় ও তারিখ পরিবর্তিত হওয়া।

৭. ডিস্কে বেড সেক্টর বেড়ে যায়।

৮. হার্ডডিস্কের পার্টিশন নষ্ট হয়ে যাওয়ার কারণে সব ডেটা হারিয়ে যায়।

৯. মেমোরির সাইজ কমিয়ে কোন প্রোগ্রাম চালনায় ব্যাহত করা। যেমন Out of Memory অথবা Insufficient Memory বার্তা প্রদর্শিত হওয়া।

১০. অযৌক্তিভাবে ডিস্কের ফাঁকা স্থান কমে যাওয়া ।

১১. অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো রুটির সম্মুখীন হওয়া। 

১২. কম্পিউটার কার্যক্রম ক্রমশ ধীর হয়ে পড়া।

১৩. কাজের মাঝখানে হঠাৎ কম্পিউটার হ্যাংগ হয়ে যায়, কখনো শাট ডাউন হয়ে যায়।কম্পিউটার হ্যাং হয়ে কোন কাজ করার সুযোগ না দেওয়া হতে পারে।

১৪. অনেক ফাইল হিডেন(Hidden) করে দেয়।

১৫. কম্পিউটারের মেমোরি হ্রাস পাবে। ফলে কম্পিউটার এর স্পীড (গতি) কমে যাবে।

১৬. নতুন প্রোগ্রাম ইন্সটলের সময়  স্বাভাবিক অপেক্ষা বেশী সময় লাগবে।

১৭. চলমান কাজের ফাইল গুলো বেশি জায়গা দখল করবে।

১৮. কম্পিউটার চালু হতে বেশি সময় লাগবে।

১৯. কাজ করার সময় হঠাৎ বন্ধ হতে পারে।

২০. কম্পিউটার এর ফাইল গুল এমন নাম ধারণ করবে যা পড়া যায়না।

২১. হার্ডডিস্কে ফ্রী স্পেস কমে যায়।

২২. ডিস্ক এক্সিস-এ বেশী সময় লাগবে।

২৩. Exe,Com,bat ইত্যাদি ফাইল গুলো নষ্ট করে দেয়।

২৪. অনেক সময় বায়োসের প্রোগ্রাম মুছে ফেলে কম্পিউটারকে অচল করে দেয়।

২৫. Random Sound কম বেশি হতে পারে।

২৬. ক্যালকুলেটর বার বার অটোমেটিক পপ আপ আসতে পারে।

 ২৭. এছাড়া স্কিনে অনেক রকম অবাস্তব বার্তা দিতে পারে। 


উপরের বিষয় গুলো যে কোন একটি দেখা দিলে বুঝতে হবে কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হয়েছে।পরবর্তী তে আলোচনা করা হবে। কিভাবে ভাইরাস এর হাত থেকে রক্ষা পাবেন।


কোথাও ভুল ক্রুটি হলে ক্ষমা করবেন সকল প্রকার টিপস এবং ট্রিক পেতে আমাদের ওয়েবসাইট  Tricbd Free এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url