৭১টি পরিমাপক যন্ত্রের নাম ও কাজ
Trickbd Free এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা জানবো সকল প্রকার পরিমাপ যন্ত্রের নাম ও কাজ। |
৭১টি পরিমাপক যন্ত্রের নাম ও কাজ |
বিজ্ঞান ভিত্তিক পরিমাপের জন্য প্রয়োজন হয় বিভিন্ন পরিমাপক যন্ত্র। এ সকল যন্ত্র ব্যবহার করে নানা কাজে আমরা খুব সহজে ও দ্রুত পরিমাপ করতে পারি। দৈনন্দিন কাজ থেকে শুরু করে বৈজ্ঞানিক গবেষণা, সকল ক্ষেত্রেই রয়েছে এসব যন্ত্রের বহুল ব্যবহার।তাই চলুন যেনে নেওয়া যাক ৭১টি পরিমাপ যন্ত্রের নাম ও কাজ। |
৭১টি পরিমাপক যন্ত্রের নাম ও কাজ
পরিমাপক যন্ত্রের নাম ও কাজ
১। গতিশীল বা ধাবমান বস্তুর ত্বরণ (acceleration) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>অ্যাক্সিলারোমিটার (accelerometer)
২। সূর্যালোকের উত্তপ্ত করার ক্ষমতা (heating power of sunlight) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>অ্যাক্টিনোমিটার (actinometer)
৩। তরলে অ্যালকোহলের মাত্রা (alcoholic strength of liquids) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>অ্যালকোহলমিটার (alcoholometer)
৪। সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা (altitude) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>অ্যালটিমিটার (altimeter)
৫। তড়িৎ প্রবাহ (electric current, amperage) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>অ্যামিটার (ammeter)
৬। বাতাসের গতি (windspeed) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>অ্যানিমোমিটার (anemometer)
৭। বাষ্পীভবনের হার (rate of evaporation ) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>অ্যাটমোমিটার (atmometer)
৮। শ্রাব্যতা (hearing) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>অডিওমিটার (audiometer)
৯। বায়ুচাপ (air pressure) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>ব্যারোমিটার (barometer)
১০। মাটির যান্ত্রিক বৈশিষ্ট্য (mechanical properties of soil) ণির্ণায়ক যন্ত্রের নাম কি?
>>বিভামিটার (bevameter)
১১। তড়িৎচুম্বকীয় বিকিরণ (electromagnetic radiation) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>বলোমিটার (bolometer)
১২। রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া তাপ (heat of chemical reactions) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>ক্যালোরিমিটার (calorimeter)
১৩। পৃথিবীর উপরে মেঘের উচ্চতা (height of a cloud base) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>সিলোমিটার (ceilometer)
১৪। সময় (time) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>ক্রোনোমিটার (chronometer)
১৫। রং (colour) ণির্ণায়ক যন্ত্রের নাম কি?
>>কালারিমিটার (colorimeter)
১৬। ভূ-পৃষ্ঠে একটি সক্রিয় ভূতাত্ত্বিক ত্রুটির ধীর পৃষ্ঠ স্থানচ্যুতি (slow surface displacement of an active geologic fault in the earth) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>ক্রিপমিটার (creepmeter)
১৭। চুম্বকীয় বিচ্যূতি (magnetic declination) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>ডিক্লিনোমিটার (declinometer)
১৮। তরলের আপেক্ষিক গুরুত্ব (specific gravity of liquids) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>ডেনসিমিটার (densimeter)
১৯। ফটোগ্রাফিক পৃষ্ঠে অন্ধকারের ঘনত্ব (degree of darkness in photographic or semitransparent material) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>ডেনসিটোমিটার (densitometer)
২০। স্ফটিকের গঠন (structure of crystals) ণির্ণায়ক যন্ত্রের নাম কি?
>>ডিফ্রাক্টোমিটার (diffractometer)
২১। বৃষ্টির ফোঁটার আকার, গতি, এবং বেগ (size, speed, and velocity of raindrops) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>ডসট্রোমিটার (disdrometer)
২২। বিকিরণের ক্ষতি (exposure to hazards, especially radiation) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>ডোসিমিটার (dosimeter)
২৩। পদার্থের দৃঢ়তা (hardness) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>ডিউরোমিটার (durometer)
২৪। দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন (magnification of a telescope) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>ডাইনামিটার (dynameter)
২৫। বল বা বক্রপথে ধাবমান বস্তুর টর্ক (force or torque) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>ডাইনামোমিটার (dynamometer)
২৬। তেলের আপেক্ষিক গুরুত্ব (specific gravity of oils) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>ইলাইওমিটার (elaeometer)
২৭। বৈদ্যুতিক আধান (electric charge) ণির্ণায়ক যন্ত্রের নাম কি?
>>ইলেক্ট্রোমিটার (electrometer)
২৮। দহনে গ্যাসের আয়তন পরিবর্তন (change in volume of a gas mixture following combustion) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>ইউডিওমিটার (eudiometer)
২৯। বাষ্পীভবনের হার (rate of evaporation) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>ইভ্যাপোরিমিটার (evaporimeter)
৩০। তড়িৎ প্রবাহের উপস্থিতি ও পরিমাণ (electricity) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>গ্যালভানোমিটার (galvanometer)
৩১। কঠিন পদার্থের আয়তন এবং ঘনত্ব (volume and density of solids) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>গ্যাস সিনোমিটার (gas pycnometer)
৩২। কোণ (angles) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>গ্রাফোমিটার (graphometer)
৩৩। সূর্যের ব্যাসের পরিবর্তন (variation of the sun's diameter ) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>হেলিওমিটার (Heliometer)
৩৪। তরলের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব (specific gravity of liquids) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>হাইড্রোমিটার (hydrometer
৩৫। আর্দ্রতা (humidity) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>হাইগ্রোমিটার (hygrometer)
৩৬। কালি (ink) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>ইঙ্কোমিটার (inkometer)
৩৭। তরঙ্গের ব্যতিচার (wave interference) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>ইন্টারফিরোমিটার (interferometer)
৩৮। গ্যাসের বিন্যাস (composition of gases) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>কাঠারোমিটার (katharometer)
৩৯। দুধের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব (specific gravity of milk ) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>ল্যাক্টোমিটার (lactometer)
৪০। চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য (strength of magnetic fields) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>ম্যাগনিটোমিটার (magnetometer)
৪১। চাপ (pressure) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>ম্যানোমিটার (manometer)
৪২। আয়নের ভর (masses of ions, used to identify chemical substances through their mass spectra) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>মাস স্পেক্ট্রোমিটার (mass spectrometer)
৪৩। বৈদ্যুতিক বিভব, রোধ এবং প্রবাহ (electrical potential, resistance, and current) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>মাল্টিমিটার (multimeter)
৪৪। তরলে কণার পরিমাণ (particle in a liquid) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>নিফ্লোমিটার (nephelometer)
৪৫। দূরত্ব (distance) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>ওডোমিটার (odometer)
৪৬। পদার্থের বৈদ্যুতিক রোধকতা (electrical resistance) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>ওহমমিটার (ohmmeter)
৪৭। দ্রবণ বা মিশ্রণের অসমোটিক দৃঢ়তা (osmotic strength of a solution, colloid, or compound) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>ওসমোমিটার (osmometer)
৪৮। হাঁটা (steps) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>পিডোমিটার (pedometer)
৪৯। pH দ্রবণের রাসায়নিক অম্লত্ব/ক্ষারত্ব (chemical acidity/basicity of a solution) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>pH মিটার ( pH meter)
৫০। আলোর ঔজ্বল্য (illuminance or irradiance) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>ফটোমিটার (photometer)
৫১। পোলারিত আলোর ঘূর্ণন (rotation of polarized light) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>পোলারিমিটার (polarimeter)
৫২। বিভব পার্থক্য (voltage (term is also used to refer to a variable resistor) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>পটেনশিওমিটার (potentiometer)
৫৩। আর্দ্রতা (humidity) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>সাইক্রোমিটার (psychrometer)
৫৪। তরলের ঘনত্ব (fluid density) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>পাইসিনোমিটার (pycnometer)
৫৫। সৌর বিকিরণ (solar radiation) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>পাইরানোমিটার (pyranometer)
৫৬। উচ্চ তাপমাত্রা (high temperatures) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>পাইরোমিটার (pyrometer)
৫৭। দ্রবণে চিনির পরিমাণ (amount of sugar in a solution) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>স্যাকারোমিটার (saccharometer)
৫৮। সিসমিক তরঙ্গ (যেমন>>ভূমিকম্প) (seismic waves (for example, earthquakes) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>সিসমোমিটার (seismometer)
৫৯। আলোর বৈশিষ্ট্য (properties of light) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>বর্ণালীবিক্ষণ যন্ত্র (spectrometer)
৬০। তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে আলোর তীব্রতা (intensity of light as a function of wavelength) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>স্পেকট্রোফটোমিটার (spectrophotometer)
৬১। ধাবমান বস্তুর গতি, বেগ (speed, velocity) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>স্পিডোমিটার (speedometer)
৬২। রক্ত চাপ (blood pressure ) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>স্ফিগোমোম্যানোমিটার (sphygmomanometer)
৬৩। (seismic strain) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>স্ট্রেইনমিটার (strainmeter)
৬৪। প্রতি মিনিটে ঘূর্ণন, রক্ত প্রবাহের হার (revolutions per minute, rate of blood flow) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>ট্যাকোমিটার (tachometer)
৬৫। অতিক্রান্ত দূরত্ব (distance travelled, displacement) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>ট্যাক্সিমিটার (taximeter)
৬৬। তরলের পৃষ্ঠটান (surface tension of a liquid) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>টেনসিওমিটার (tensiometer)
৬৭। তাপমাত্রা (temperature) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>থার্মোমিটার (thermometer)
৬৮। ফ্লুইডের সান্দ্রতা (viscosity of a fluid) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>ভিস্কোমিটার (viscometer)
৬৯। বৈদ্যুতিক বিভব (electric potential, voltage) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>ভোল্টমিটার (voltmeter)
৭০। বৈদ্যুতিক যন্ত্রের প্রতি ঘণ্টায় বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ (electrical power) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>ওয়াটমিটার (wattmeter)
৭১। গাঁজন (fermentation ) পরিমাপক যন্ত্রের নাম কি?
>>জাইমোমিটার (zymometer)
পোস্টে কোথাও ভুল ক্রুটি হলে ক্ষমা করবেন সকল প্রকার টিপস এবং ট্রিক পেতে আমাদের ওয়েবসাইট Trickbd Free এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।