তুরস্ক এবং সিরিয়ায় ভুমিকম্পে নিহত ৫ হাজারের বেশি
তুরস্ক এবং সিরিয়ায় ৭.৮ মাত্রার ভুমিকম্প অনুভব |
তুরস্ক এবং সিরিয়ায় ভুমিকম্পে নিহত ৫ হাজারের বেশি |
গতকাল ০৬-০২-২০২৩ সোমবার তুরস্কের স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে ৭.৮ মাত্রার ভূমিকম্প হয়। এর কিছু পরে আবার ৭.৫ মাত্রার ভূমিকম্প হয়। সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে ছিল ভূমিকম্পটির কেন্দ্র। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ভূপৃষ্ঠের ১৭ দশমিক ৭ কিলোমিটার গভীরে ছিল ।ভুমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ধসে পড়েছে হাজার হাজার ঘরবাড়ি, যার মধ্যে অনেক বহুতল ভবন রয়েছে।
ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত মানুষের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। শুধু তুরস্কেই ৩ হাজার ৪১৯ জনের মৃত্যু হয়েছে। আর সিরিয়ার সরকার ও বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে মারা গেছে ১ হাজার ৬০২ জন। দুই দেশ মিলে ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা বেড়ে ৫ হাজার ২১ জনে দাঁড়িয়েছে।
তুরস্ক ও সিরিয়ার সরকার ও হাসপাতাল সূত্রে এএফপি নিহতের এ সংখ্যা জানিয়েছে। মৃতের সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) কর্মকর্তারা আভাস দিয়েছেন নিহত মানুষের সংখ্যা ২০ হাজারে পৌঁছাতে পারে।
এখন চলছে উদ্ধার অভিযান।উদ্ধার অভিযানে অংশ নিয়েছে বিশ্বের অনেক দেশ ও সেচ্ছাসেবী সংগঠন।তথ্যসুত্রঃ প্রথম আলো (Prothom Alo)
বিশ্বের সকল খবর সহ সকল প্রকার টিপস এবং ট্রিক পেতে আমাদের ওয়েবসাইট Trickbd Free এর সাথেই থাকুন।আল্লাহ হাফেজ।