ওয়াইফাই এর জনক কে?Who is the father of WiFi?
ওয়াইফাই এর জনক কে?Who is the father of WiFi?
ডাচ কম্পিউটার বিজ্ঞানী ভিক্টর ভিক হেয়েসকে ওয়াই-ফাই এর জনক হিসাবে আখ্যাখিত করা হয়। তিনি ডেফট ইউনিভার্সিটি অব টেকনোলজির সিনিয়র রিসার্চ ফেলো হিসাবে কর্মরত অবস্থায় IEEE 802.11 স্ট্যান্ডার্ডের ওয়াই-ফাই আবিস্কার করেন। Wi-Fi (Wireless Fidelity) হচ্ছে একটি বিশেষ ধরণের ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কের টার্ম বা ট্রেডমার্ক যেখানে ওয়াই-ফাই এলাইয়েন্স নামে একটি কমিটি কর্তৃক পরীক্ষিত ও অনুমোদিত হার্ডওয়্যার ও স্পেসিফিকেশন ব্যবহার করা হয়। এর প্রধান উদ্দেশ্য বিভিন্ন কোম্পানীর ওয়্যারলেস নেটওয়ার্ক ডিভাইসগুলো যাতে পরস্পরের সাথে কাজ করতে পারে।
ওয়াইফাই কী?ওয়াইফাই লাইন নিতে কত টাকা খরচ হয়?লাইন নিতে কি কি লাগে? বিল কত?