আইপি এড্রেস কি? আইপি এড্রেস কত প্রকার ও কি কি?What is IP address? What are the types of IP addresses?
হ্যালো বন্ধুগন আজকে আমরা জানবো আইপি এড্রেস কি এবং কত প্রকার তো চলুন শুরু করা যাক।
আইপি এড্রেস কি?
আইপি অ্যাড্রেস (IP Address) বিশ্বের প্রতিটি মানুষের নিজের পরিচয়ের জন্য একটি সুনির্দিষ্ট নাম আছে। এক নামে এক গ্রামে বা এক দেশে একাধিক লোক থাকতে পারে, কিন্তু প্রত্যেক মানুষের জন্যই আলাদা-আলাদা ঠিকানা থাকে। টেলিফোনের ক্ষেত্রে প্রতিটি ফোন সেটের জন্য যেমন একটি নম্বর আছে ঠিক তেমনি ইন্টারনেটে প্রতিটি কম্পিউটারের জন্য একটি আইডেন্টিটি থাকে যা IP (Internet Protocol) অ্যাড্রেস নামে পরিচিত। বর্তমানে ইন্টারনেট প্রোটকল ভার্সন ৪ বা IPV4 চালু আছে। IPVA সিস্টেমে প্রতিটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট চারটি অকটেট (৮ বিটের বাইনারি) সংখ্যা প্রয়োজন। কাজেই সম্পূর্ণ ঠিকানা প্রকাশের জন্য ৩২বিট প্রয়োজন।
10011111.02111928.06254362.00111055
প্রতিটি অকটেট ডট (.) দ্বারা পৃথক করা হয়। আইপি অ্যাড্রেসের প্রথম দুইটি গোলাপি অকটেট নেটওয়ার্ক আইডি এবং পরের দুটি লাল অকটেট হোস্ট আইডি প্রকাশ করে।
আইপি এড্রেস কত প্রকার ও কি কি?
IP Address মূলত ৪ প্রকারের
- প্রাইভেট আইপি অ্যাড্রেস (Private IP Address)
- পাবলিক আইপি অ্যাড্রেস (Public IP Address)
- স্ট্যাটিক আইপি অ্যাড্রেস (Static IP Address)
- ডায়নামিক আইপি অ্যাড্রেস (Dynamic IP Address)
(Version) ভার্শন অনুযায়ী আইপি এড্রেস কত ভাগে ভাগ করা যায়?
ভার্শন অনুযায়ী আইপি এড্রেস দুই ভাগে ভাগ করা হয় যথা,
1. IPv4 (আইপি ভার্শন 4)
2. IPv6 (আইপি ভার্সন 6)
IPv4 (আইপি ভার্শন 4)
ইন্টারনেট প্রটোকল এর প্রথম ভার্সন হল IPv4 1983 সালে তৈরি হয়। IPv4 এডড্রেস এই চারটি সেগমেন্ট থাকে প্রতিটি অংশকে পৃথক করার জন্য ডট (.) ব্যবহার করা হয় যেমন 192.168.1.254 আর প্রতিটি সেগমেন্ট 8 বিটের হয়ে থাকে অর্থাৎ 4 টি সেগমেন্ট 32 বিটের আইপি অ্যাড্রেস হয়ে থাকে। অর্থাৎ IPv4 এর বিট সংখ্যা হল 32
বর্তমানে দিন দিন স্মার্টফোন, কম্পিউটার ডিভাইস, ল্যাপটপ ইত্যাদির ব্যবহার বেড়ে যাওয়ার কারণে IPv4 আর বেশি দিন থাকবেনা এর ধারণক্ষমতা কিন্তু খুব কম। আর এই কথা মাথায় রেখে কিন্তু IPv6 তৈরি হয়েছে।
IPv6 (আইপি ভার্সন 6)
ইন্টারনেট প্রটোকল এর শেষ ভার্সন হলো IPv6 এর ধারণক্ষমতা কিন্তু খুব বেশি। IPv6 অ্যাড্রেস এর বিট সংখ্যা হল 128