Infinix Note 12 Pro Price in Bangladesh 2023, Full Specs & Review

Infinix Note 12 Pro Price in Bangladesh 2023, Full Specs & Review Bangla And English


ইনফিনিক্স নোট ১২ প্রো নামে নতুন মডেলের ফোন বাজারে এনেছে মোবাইল ব্র্যান্ড প্রতিষ্ঠান ইনফিনিক্স। ২৫৬ জিবি ফোন মেমরি ও ১৩ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‍্যামের এই আল্ট্রা-স্পিড ফোনে থাকছে ৬ এনএম মনস্টার ইঞ্জিন হেলিও জি ৯৯ প্রসেসর।এ ছাড়া এই ডিভাইসে আছে ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা ক্লিয়ার ট্রিপল ক্যামেরা এবং ৬.৭" এফএইচডি+ ট্রু কালার অ্যামোলেড ডিসপ্লে।ভলকানিক গ্রে, টাসকানি ব্লু এবং আলপাইন হোয়াইট এই তিনটি রঙে ফোনটি পাওয়া যাচ্ছে। যা ব্যবহারকারীদের একটি অতুলনীয় অভিজ্ঞতা দেওয়ার মাধ্যমে এটি তরুণদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করতে সক্ষম হবে।
Infinix Note 12 Pro Price in Bangladesh 2022, Full Specs & Review

 হেলিও জি ৯৯ হলো দু’টি হাই-পারফরম্যান্স আর্ম করটেক্স-এ৭৬ প্রসেসরসম্পন্ন একটি অক্টা-কোর সিপিউ, যা ২.২গিগাহার্জ পর্যন্ত ক্লকিং করতে পারে। এ ছাড়া এর উচ্চ সক্ষমতাসম্পন্ন আর্ম মালি জি৫৭-ক্লাস জিপিউ গেমিং ও ভিডিও এডিটিংয়ের মতো কঠিন গ্র্যাফিক্যাল কাজগুলো চমৎকারভাবে সামলাতে পারে। জি ৯৬ ১২ এনএম-এর তুলনায় জি ৯৯ ৬ এনএম প্রসেসরে পাওয়ার খরচ ১০% কমে যায়।

নোট ১২ প্রো-তে আছে ৮ জিবি র‍্যাম, যা মেমোরি ফিউশনের মাধ্যমে ১৩ জিবি পর্যন্ত বাড়ানো যায় এবং ২৫৬ জিবি রম, যা ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যায়। এর ফলে মোবাইল ডিভাইস ব্যবহার করে মাল্টি-টাস্ক করা সহজ হয় এবং ল্যাগ ও ব্যাটারি ড্রেইনেজ কমে যায়। মেমোরি ফিউশন ফিচারের ফলে অ্যাপের স্টার্ট টাইম ৮০২এমএস থেকে কমে ৩০৭এমএস-এ নেমে আসে, ফলে ল্যাগের হার ৬১% কমে যায়।
Infinix Note 12 Pro Price in Bangladesh 2022, Full Specs & Review

১০৮ মেগাপিক্সেল সিনেমাটিক ট্রিপল ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাহায্যে নোট ১২ প্রো ব্যবহার করে কোনো ঝামেলা ছাড়াই ঝকঝকে, উজ্জ্বল ও প্রাণবন্ত ছবি তোলা যায়। প্রধান ক্যামেরাটি একটি ১/১.৬৭-ইঞ্চি সুপার লার্জ ইমেজ সেন্সর দিয়ে সজ্জিত এবং ৯-ইন-১ সুপার পিক্সেল সাপোর্ট করে যা একটি সমতুল্য পিক্সেল এলাকাকে ১.৯২ ইউএম-এ পৌঁছাতে সক্ষম করে। এ ছাড়া আল্ট্রা-লার্জ সেন্সিং এরিয়ার ফলে আরও বেশি ফোটন ক্যাপচার ও পর্যাপ্ত আলো নিশ্চিত করা যায়। এর ফলে সব ধরনের আলোতে পরিষ্কার তোলা সম্ভব হয়।

Inifinix Not 12 Pro তে আছে উন্নতমানের নাইট সিন ফটোগ্রাফি মোড ও উন্নতমানের পোর্ট্রেট মোড।

চমৎকার ৬.৭-ইঞ্চি এফএইচডি+ ট্রু-কালার অ্যামোলেড স্ক্রিনের সাথে এই হ্যান্ডসেট সবসময় দেয় পরিষ্কার ও ঝকঝকে রঙ। ১০০% ডিসিআই-পি৩ কালার গামুট ও ১০০০০০:১ কালার কনট্রাস্ট রেশিওর সাথে নোট ১২ প্রো আরো তীক্ষ্ণ ও বাস্তব রঙ প্রদান করে। ৬০ হার্জ রিফ্রেশ রেট, ১৮০ হার্জ টাচ স্যামপ্লিং রেট, ৯২% স্ক্রিন রেশিও এবং ৩৯৩ পিপিআই ডেনসিটি-র সাথে এই ডিভাইস দিচ্ছে একটি সত্যিকারের ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট অভিজ্ঞতা।

৫০০০ এমএএইচ ব্যাটারির ফলে নোট ১২ প্রো-তে ব্যবহারকারীরা পাচ্ছেন দীর্ঘস্থায়ী ব্যাটারি-লাইফ। ৩৩ওয়াট সুপার চার্জ সুবিধা দিচ্ছে দ্রুত ফোন চার্জ করে নেওয়ার সুযোগ।

এ ছাড়াও, এই ডিভাইসে আছে একটি মনস্টার গেম কিট, যা ব্যবহারকারীদের দেয় দুর্দান্ত স্মার্টফোন গেমিংয়ের অভিজ্ঞতা। এর পাশাপাশি ব্যবহারকারীদের সুন্দর অডিও অভিজ্ঞতা দেওয়ার জন্য নোট ১২ প্রো-তে আছে ডিটিএস স্টিরিও সারাউন্ড সাউন্ডসম্পন্ন ডুয়েল স্পিকার।

Infinix Note 12 Pro Price in Bangladesh 2023, Full Specs & Review

  • Announced:-16 July 2022
  • Released: 18 July 2022
  • Bangladesh Release :-12 January 2023
  • Made By:-China
  • Ram:-8GB/Upto 13GB
  • Rom:-256GB
  • Model:-Note 12Pro
  • Brand:-Infinix
  • Display Size:6.7″ FHD+ AMOLED
  • Resolution:-1080x2460 Pixel
  • Network :-2G/3G/4G
  • Opareting Sistem:-Android Version 12
  • Custom UI:- XOS 10.6
  • Camera:-Back 108+2+2 Mega Pixel Selfie 16 Mega Pixel
  • Battary:-5000 mAh Li-Po None Removal
  • Processor:-Octa-core 2.2 GHz Cortex
  • CPU:-Octa-core (2x2.2 GHz Cortex-A76 & 6x2.0 GHz Cortex-A55)
  • GPU:- Mali-G57 MC2 -64bit
  • Chipset:-Mediatek Helio G99 (6 nm)
  • WiFi:-Dual Band 2.4 Mhz 5.0 Mhz
  • Bluetooth:-5.0
  • Charging Time:-1.30 hours with 33W Charging

Prize BDT 26499 Taka

Prize:ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে মাত্র ২৬ হাজার ৪৯৯ টাকায়। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url