দর্শনীয় স্থান আটিগ্রাম প্রেম রাস্তা কুষ্টিয়া Atigram Love Road
আটিগ্রাম প্রেম রাস্তা মিরপুর কুষ্টিয়া Atigram Love Road
কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহের কুঠিবাড়ী টেগোর এন্ড কোম্পানী (টেগর লজ),ছেঁউড়িয়াস্থ বাউল সম্রাট লালন শাহের মাজার,পরিমল থিয়েটার,গোপীনাথ জিউর মন্দির,মীর মোশাররফ হোসেনের বাস্ত ভিটা,ঝাউদিয়ার শাহী মসজিদ,স্বসিত্মপুর শাহী মসজিদ,হার্ডিঞ্জ ব্রিজ,লালন শাহ সেতু,আটিগ্রাম প্রেম রাস্তা,ইউটিউব ভিলেজ Youtube Village,আমলা ফার্ম সহ আরো অনেক জায়গা রয়েছে।
আটিগ্রাম প্রেম রাস্তা মিরপুর কুষ্টিয়া
কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়ন এর আটিগ্রামে অবস্থিত আটিগ্রাম প্রেম রাস্তা।কুষ্টিয়া জেলা শহর থেকে আনুমানিক ২৫ কিলোমিটার দুরে আটিগ্রাম অবস্থিত।গত ৪-৫ বছর ধরে আটিগ্রাম স্কুল পাড়ার মাঠের রাস্তাটি দর্শনীয় স্থানে পরিনত হয়েছে স্থানীয় ব্যাক্তিরা এই রাস্তার নাম দিয়েছে আটিগ্রাম প্রেম রাস্তা।তবে এই নাম টি কে দিয়েছে কার থেকে জন্ম লাভ করেছে তা জানা জায়নি।তবে ধারনা করা হয় যুবক যুবতীরা এবং প্রেমিক প্রেমিকা এই রাস্তায় বেড়াতে যায় বলে এই রাস্তার নাম দেওয়া প্রেম রাস্তা।বর্তমানে এখানে বুড়া-বুড়ি যুবক যুবতী বাচ্চা ছেলে মেয়ে সহ সকল বয়সি মানুষ এখানে বেড়াতে যায়।
এই মাঠের/প্রেম রাস্তাটির পূর্ব পাশে রয়েছে ছাতিয়ান গ্রাম/ছাতিয়ান ইউনিয়ন পরিষদ, মাঝে রয়েছে আটিগ্রাম ধাপাড়িয়া গ্রাম/পাড়া। উত্তর পাশে রয়েছে পুরাতন আটিগ্রাম, পশ্চিমে রয়েছে নতুন আটিগ্রাম। দক্ষিণে সুরসুরি গোলাবাড়িয়া বাজার।এই রাস্তার সাথে ৫টি রাস্তা মিলিত হওয়ার কারনেই এই রাস্তাটি দশর্নীয় স্থানে পরিনিত হয়েছে ৪/৫দিক থেকেই এখানে মানুষ বেড়াতে আশে। আর এমন ৪/৫ টা রাস্তার মিলন স্থল আশেপাশে এলাকাই আর কোথায় নেই।
প্রতিবছর দুই ঈদের দিন সহ গুরুত্বপূর্ণ দিবসকে কেন্দ্র করে প্রচুর পরিমানে লোক সমাগম হয়। এই রাস্তাটিতে সবচেয়ে ঈদের দিন লোক সমাগম বেশি হয়।মাঠের মাঝখানে বিভিন্ন ধরনের দোকান দেওয়া হয়।এলাকাবাসী মনে এখানে একটি পার্ক দিলে প্রচুর পরিমানে পর্যটক আশবে।তবে এলাকার কিছু মানুষ মনে করছে এখানে পার্ক দিলে যত প্রকার অশ্লীল কাজ আছে তা এখানে ঘটতে পারে।আর এই রাস্তার পাশেই রয়েছে বিশাল বিশাল পুকুর এবং কলাবাগান তাই এখানে যে অনৈতিক অশ্লীল কার্যকালাপ ঘটবে না এর কোনো গ্যারান্টি নেই।
নিচে এই প্রেম রাস্তার কিছু ছবি দেওয়া হলো
ছবি গুলো ফেসবুক থেকে সংগ্রহ করা হয়েছে।