ওয়াই-ফাই (Wi-Fi) কী? A to Z Wifi connection full guideline discussion

Wifi connection full guideline discussion A to Z

আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো ওয়াইফাই কী?ওয়াইফাই কিভাবে কাজ করে রেঞ্জ কত। বিল  কত?  খরচ কত সমস্ত আলোচনা করবো তো চলুন শুরু করা যাক।

ওয়াই-ফাই (Wi-Fi) কী?

ওয়াইফাই হলো তারবিহীন দ্রুত গতির ইন্টারনেট সংযোগ। ওয়াইফাই (Wi-Fi) এর পূর্নরুপ হলো Wireless Fidelity তারবিহীন দ্রুত গতির ইন্টারনেট সংযোগ  হলো ওয়াইফাই।
ওয়াই-ফাই (Wi-Fi) কী?

ওয়াইফাই সাধারনত বাসাবাড়িতে ব্যবহার করা হয়।আর এই ওয়াইফাই এর রেন্জ সাধারণ ৫০-১০০ মিটার হয়ে থাকে। আবার বাড়ি হিসাব করলে একসাথে ৫-৭টি বাড়িকে কাভারেজ দিতে পারে।আবার কয়েক কিলোমিটার পর্যন্ত এর কাভারেজ হতে পারে।

ওয়াইফাই এর কাভারেজ কত বা রেঞ্জ কত?

ওয়াইফাই রেঞ্জ বা কাভারেজ নির্ভর করে মালিকের ওপর। যেমন ধরেন, আমার বাড়ির আসে পাশে ২০ টি বাড়ি তাহলে আমাকে এমন কাভারেজ দিবে যেই রাউটার এমন সেই রাউটার কিনতে হবে।


 WiFi Router ওয়াইফাই রাউটার কী?

ওয়াই-ফাই (Wi-Fi) কী?

ওয়াইফাই রাউটার হলো এমন একটি ডিভাইস /ম্যাসিং/যন্র/ যার মাধ্যমে দ্রুত গতির ইন্টারনেট সংযোগ ব্যবহার করা হয়।এমন এই ডিভাইস এর কোয়ালিটি অনুযায়ী কাভারেজ হয়ে থাকে।ধরেন আপনি ১২০০টাকা দিয়ে রাউটার কিনলেন তাহলে আশপাশের ৫/৭বাড়ি কাভারেজ দিবে, আবার ৫০০০/১০০০০টাকা দিয়ে কিনলে পুরো গ্রাম/পাড়া/মহল্লা কাভারেজ দিবে।তাই জন্য এর কাভারেজ কম বেশি হয়।


ওয়াইফাই সংযোগ নিতে কি কি লাগবে?

ওয়াইফাই সংযোগ নিতে আপনার একটি রাউটার এবং একটি অনু কেনা লাগবে। 

ওয়াইফাই রাউটার অনু কী?

অনু কী?  ওয়াই-ফাই (Wi-Fi) কী?

অনু হলে এমন একটি ডিভাইস যার মাধ্যমে দ্রুত গতির ইন্টারনেট ওয়াইফাই এ ব্যবহার করা হয়। অনু অনেকটা  রিসিভার হিসেবে কাজ করে।অবটিক্যাল ফাইবার এর সিগনাল আদান প্রদান করে।সাধারণত রাউটার সরাসরি অপটিক্যাল ফাইবারের সিগনাল রিসিভ করতে পারে না।এজন্য প্রথমে অপটিক্যাল ফাইবার থেকে অনুতে সিগনাল যায়, অনু থেকে রাউটার এ যায় তারপর আমরা ওয়াইফাই ব্যবহার করি।

অনুর দাম কত?

অনুর দাম সাধারত  একদম কমদামের ভিতর ৬০০-৭০০ টাকা তবে বেশির ভাগ মানুষ ১০০০-১৫০০ এর ভিতর অনু কিনে থাকে যাতে বেশি দিন টিকে।আপনি চাইলে ২০০০টাকার অনু কিনতে পারেন সেটা আপনার ওপর নির্ভর করে।

WiFi Routur Prize রাউটার এর দাম কত?

বর্তমানে  বাজারে অনেক রকম রাউটার রয়েছে সর্বনিম্ম ৮০০ টাকা থেকে শুরুর করে ৫০০০-১০০০০টাকার রাউটার ও বাজারে আছে।

ওয়াইফাই লাইন নিতে কত টাকা খরচ হবে?

রাউটার ১২০০+অনু১০০০+বিল৫০০=২৭০০টাকা শহরে।

শহরের হিসাবে ওয়াইফাই খরচ কত ?


আপনি ঢাকার ভিতর থেকে লাইন নিলে কোনো টাকা লাগবে না। আপনাকে সুুধু প্রথম মাসের বিল দিতে হবে।কোনো সংযোগ ফিস নেই।আবার কিছু কিছু কোম্পানি নিতে পারে ৫০০-১০০০টাকা। সব কোম্পানি টাকা নিবে না।ওয়াইফাই তো অনেক কোম্পানি রয়েছে।

গ্রামের হিসেবে কত টাকা খরচ হবে ওয়াইফাই?

রাউটার ১২০০+অনু১০০০+বিল৫০০+সংযোগ ফ্রি১০০০=৩৭০০টাকা

গ্রামে লাইন নিতে সংযোগ ফ্রি ৫০০-১০০০টাকা নিবে।
তবে সব কোম্পানি নাও নিতে পারে।

ব্যান্ডউইথ এর দাম কত? WiFi Mbps Prize?

বিভিন্নরকম কোম্পানি বিভিন্ন রকম দাম নিতে পারে।
বর্তমানে দেশে এক দেশ এক রেট চালু করেছে সরকার কিন্তু এটি সব জাগাই কার্যকর হয় নি। 
 

একদেশ একরেট সরকারি রেট


5mbps 500Tk Month


Carnival Inernet Canection Prize Kushtia



3Mbps 499 Taka
5Mbps 525 Taka
5Mbps 599 Taka
8Mbps 700 Taka


Vision Technology Inernet Canection  Prize Kushtia 



10mbps 500 Taka
15 Mbps 600 Taka
20 Mbps 800 Taka

আজকের মতো বিদায় আবারো কোনো নতুন কোনো পোস্ট নিয়ে হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকুন। পোস্টে কোথাও ভুল ক্রুটি হলে ক্ষমা করবেন। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url