What is remittance?(রেমিটেন্স কি?)

 রেমিটেন্স বা বৈদেশিক মুদ্রা ঃ



রেমিটেন্স ইংরেজি শব্দ।

এর বাংলা প্রতিশব্দ হলো। প্রবাসীদের প্রেরিত অর্থ বা বৈদেশিক মুদ্রা।

সুতরাং শব্দগত অর্থে বলা যায় কোনো বিদেশে অবস্থিত ব্যক্তিবর্গ তাদের অর্জিত অর্থ নিজেদের প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত যে অংশ দেশে প্রেরণ করে তাই হলো রেমিটেন্স  অন্যভাবে বলা যায় ভবিষ্যৎ সুখ সমৃদ্ধ লাভের আশায় কোন প্রবাসী ব্যক্তিবর্গ তাদের কষ্টার্জিত অর্থের যে অংশ নিজের দেশে প্রেরণ করে বা পাঠায় তাকে বৈদেশিক মুদ্রা বা রেমিটেন্স বলা হয়। এই মুদ্রা দ্বারা একটি দেশের জিডিপি সিংহভাগ বৃদ্ধি পায় একই সাথে মানুষের জীবনযাত্রার মান ও বৃদ্ধি পায়। 
 

রেমিটেন্স কেন এত গুরুত্বপূর্ণ? 



(Why remittances is important) 
যেহেতু রেমিটেন্স দ্বারা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পায় সেহেতু এককথায় রেমিট্যান্স ছাড়া বা বাদে অনুন্নত বা উন্নয়নশীল দেশ উন্নতি লাভ করতে অনেকাংশে পারবে না।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url