পর্নোগ্রাফি কি? What is pornography?
পর্নোগ্রাফি কি? What is pornography?
অশ্লীল যৌনচিত্রণ বা ইংরেজি পরিভাষায় পর্নোগ্রাফি (সংক্ষেপে "পর্ন" বা "পর্নো" অনানুষ্ঠানিক ব্যবহারে) বলতে পাঠক-দর্শক-শ্রোতার দেহমনে যৌন উদ্দীপনা সৃষ্টির উদ্দেশ্যে যৌন বিষয়বস্তুর খোলামেলা ও পুঙ্খানুপুঙ্খ বর্ণনা বা চিত্রাকে বোঝায়। অশ্লীল যৌনচিত্রণ বিভিন্ন মাধ্যমের সাহায্যে উপস্থাপন করা হতে পারে, যার মধ্যে বই, সাময়িকী, পোষ্টকার্ড, আলোকচিত্র, ভাস্কর্য, রেখাচিত্র, রঙচিত্র, সচলচিত্র, ধারণকৃত শব্দ, চলচ্চিত্র, ভিডিও এবং ভিডিও গেম অন্তর্ভুক্ত। অশ্লীল যৌনচিত্রণবিশিষ্ট সৃষ্টিকর্মকে "অশ্লীল সৃষ্টিকর্ম" বলে এবং একেও ইংরেজিতে "পর্নোগ্রাফি বলা হয় (সুত্রঃ- উইকিপেডিয়া )
আরেকটু সহজ করে বলি পর্নোগ্রাফি হলো অশ্লীল উলঙ্গ যৌনকর্ম ন্যাকেট ( Nacked Video ) ভিডিও এটাকেই পর্নোগ্রাফি বলে।
Softcore বা লঘু পর্নোগ্রাফি কি?
Softcore বা লঘু পর্নোগ্রাফি হল বাণিজ্যিক নিশ্চল (sill) ফটোগ্রাফি বা ছবি যাতে অশ্লীল যৌন-উদ্দীপনামূলক বিষয়বস্তু থাকে, কিন্তু তা মূল পর্নোগ্রাফির মত সুস্পষ্ট নয়। এতে প্রধানত অর্ধনগ্ন ও নগ্ন কলাকুশলী ও যৌনদৃশ্যের মাধ্যমে যৌন-উদ্দীপনা সৃষ্টি করা হয়। । বিভিন্ন ম্যাগাজিন ও সমাচারপত্রে নগ্ন অভিনেতা বা মডেলদের ছবি সরাসরিই দেখানো হয়। তবে লঘু পর্নোগ্রাফিতে পুরুষ বা নারী যৌনাঙ্গ দেখানো হয় না। বিভিন্ন আর্ট ফিল্মে এই ধরনের নগ্নতাকে নান্দনিক দৃষ্টিকোণ থেকেও ব্যবহার করা হয়।
তাই আমরা বলতে পারি যে Softcore বা লঘু পর্নোগ্রাফি হলো অর্ধ উলঙ্গ বা হাফ ন্যাকেট ভিডিও।
পর্নোগ্রাফির নাম কি কি? আমরা কোন নামে পর্নোগ্রাফি কে ডাকি?
অনেকে অনেক নামে পর্নোগ্রাফি চিনে থাকি বা ডেকে থাকি তা হলো
1.Blue Flim Video
2.Nacked Video
3.Sex Video
4.xxx Video
5.Bad Video ইত্যাদি।
মার্কিন যুক্তরাষ্ট্রে এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে অশ্লীল উপাদানের নামকরণে "XXX" প্রতীক ব্যবহৃত হয়।
এদের আবার অনেক সাব ক্যাটাগরি রয়েছে এগুলো পরে আলোচনা করা হবে।
একটি কথা না বললেই নয়, একেক জন ব্যক্তি একেক রকম পর্নোগ্রাফিতে আসক্ত যেমন কেউ লেসবিয়ান (lesbians) আবার কেউ গে ( Gey) তাই এই ভিত্তিতে অনেক প্রকার পর্নোগ্রাফি রয়েছে।