অর্থনৈতিক উন্নয়ন কি(What Is Economic Development)

অর্থনৈতিক উন্নয়ন কি?(What Is Economic development)



দীর্ঘমেয়াদি ধারাবাহিকভাবে একটি দেশের জনগণের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মানের বৃদ্ধির সাথে সাথে জনগণের ও দেশের আর্থসামাজিক কাঠামো পরিবর্তন এবং নতুন নতুন প্রযুক্তির আবিষ্কার ও উৎপাদনের ক্ষেত্রে তার প্রয়োগ ঘটলে তাকে অর্থনৈতিক উন্নয়ন বলে। 

অর্থনৈতিক প্রবৃদ্ধি একটি দেশের অর্থনীতির পরিমাণগত পরিবর্তন নির্দেশ করে। 

অর্থনৈতিক উন্নয়ন পরিমানের সূচক গুলো হল ঃ-

১.জাতীয় আয়।
২.মাথাপিছু আয়। 
৩.নিট অর্থনৈতিক কল্যাণ।
৪.মানব উন্নয়ন সূচক।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url