ভাত দে নইলে মানচিত্র চিবিয়ে খাবো।

ভাত দে নইলে মানচিত্র চিবিয়ে খাব ঃরফিক আজাদ।



বাংলা সাহিত্যে যে কয়টি কবিতা রয়েছে তার মধ্যে এটি একটি বিখ্যাত কবিতা।ভাত দে নইলে মানচিত্র চিবিয়ে খাব কবিতাটি রফিক আজাদ কর্তৃক বাংলা সাহিত্যের একটি অন্যতম  কবিতা,যার মধ্যে তৎকালীন সময়ের বাস্তবতা উপস্থাপন করা হয় হয়েছে। 

কবিতাটি বাংলা ভাষায় লেখা হয়েছে।এটি তার কাব্যগ্রন্থ সীমাবদ্ধ জলে-সীমিত সবুজে অন্তর্ভুক্ত করা হয়েছে।এতে ১৯৭৪ সালের দুর্ভিক্ষ নিয়ে কথা বলা হয়েছে,যা বাংলাদেশের খাদ্য-ঘাটতির কারণ।কবি এ কবিতায় শেখ মুজিবুর রহমানকে পরোক্ষভাবে উল্লেখ করেন।এ কবিতায় ৩৩ টি ছন্দবদ্ধ লাইন রয়েছে।

বাংলাদেশের স্বাধীনতার পর ব্যাপক দুর্নীতির ফলে ১৯৭৪ সালে একটি দুর্ভিক্ষ দেখা দেয় যার ফলে খাদ্য ঘাটতির নিম্ন সীমা অতিক্রম করে।সে সময়ে দৈনিক ইত্তেফাকের এক সাংবাদিক জাল পরিহিত এক ব্যক্তির ও অন্য একজন ব্যক্তির বমি খাওয়ার ভান করে একটি ছবি তুলে পত্রিকায় প্রকাশ করেন। এসব অপপ্রচারমূলক ছবি দেখে কবি রেগে গিয়ে কবিতাটি লেখেন।কবিতাটির জন্য তৎকালীন সরকার বইটি নিষিদ্ধ করে এবং কিছু মানুষ তার শত্রু হয়ে যায়।কবিতাটি লেখার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরাসরি তাকে কিছু না বললেও পুলিশের উপমহাপরিদর্শকের বিশেষ শাখার একটি লিখিত জবাবদিহিতা দিতে হয়।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url