What is Parts of Speech? Bangla
Identifying parts of speech
বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ কে parts of speech বলা হয়। তাই,,বাক্যে ব্যবহার করা ছাড়া একটি শব্দ কোন parts of speech বলা যাবে না। যেমন, Go একটি verb।কিন্তু এই শব্দটি বাক্যে ব্যবহার না করা পর্যন্ত এটিকে verb বলা যাবে না।
কারণ Go শব্দটি কখনো কখনো noun হিসেবে ব্যবহৃত হয়। তেমনি save শব্দটির verb হিসেবে বহুল প্রচলিত হলেও এটি preposition হিসেবে ব্যবহৃত হতে পারে।সুতরাং একটি শব্দ বাক্যে ব্যবহার ভেদে দুইবার ততদিক Parts of speech এর কাজ করতে পারে।
Parts of speech কে ৮ ভাগে ভাগ করা হয়েছে।
- যথাঃ
- 1.Noun (কোন ব্যক্তি বস্তু স্থান ধারণা কাজ বা গুণের নামের মাধ্যমে nounচেনা যায়।এক কথায় যে কোনো কিছুর নামই হচ্ছে noun. যেমন,করিম,ফুল,লোহা,পানি ইত্যাদি।)
- 2.pronoun ( Noun এর পরিবর্তে যা বসে তাই pronoun।যেমন,,he, she,this,who,what,some,all,each,himelf)
- 3.adjectives ( যে শদ্ব noun বা pronoun এর দোষ,গুন,অবস্থা,সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে adjectives বলে। যেমন,Good beautiful, ugly,bad,much,little, some,all,few, e.t.c)
- 4.Verb( যে শদ্ব দ্বারা কাজ বোঝায় তাকে verb বলে।যেমন, go,come,eat,see,walk e.t.c)
- 5.adverb(যে word কোনো adjective,verb, another, adverb এমনকি কোনো sentence কে Modify বা বিশেষিত করে তাকে adverb বলে।যেমনঃafter,already, before,just,anywhere,here,home,carefully, almost,e.t.c)
- 6.preposition (preposition শদ্বের পূর্বে বসে বাক্যের অন্য শদ্বের সাথে সম্পর্ক নির্দেশ করে।যেমন,to,in,of,into,at,on,after,bye,,,e.t.c.)
- 7.conjunction (একাধিক sentence, clauses, phrase অথবা word সংযোোগকারি শদ্বকে conjunction বলে।যেমনঃ-and,but,since,as,while,although, e.t.c)
- 8.interjection (যেসব শব্দ মনের আকস্মিক আবেগ অনুভূতি প্রকাশ করে তাদের কি interjection বলে।যেমনঃ-ah,alas,bravo,eh,fie,hark,e.t.c)