অনেক বার সহবাসের মহৌষধ Many times intercourse is the medicine
অধিকবার সহবাসের মহৌষধ!!
উপাদানসমূহ পরিমাণ ঃ-
- ১. খাটি গাওয়া ঘী ৭৩৬
- ২. ভাং পাতা ২৭৬ গ্রাম
- ৩. চিনি ৩৬৮ গ্রাম
- ৪. খাটি মধু ১৭৩ গ্রাম
প্রস্তুত প্রণালী :
প্রথমে উক্ত ভাং পাতা উক্ত ঘৃতে ভেজে পিষে রাখবে । তারপর চিনি ও মধু জ্বাল দিয়ে গাঢ় শিরা প্রস্তুত করবে। শিরা আঠাযুক্ত হইলে তখন তাতে ঐ পিষে রাখা ভাং পাতা ভাজা মিশায়ে ভাল করে মোদক তৈয়ার করবে । এ মোদক ব্যবহার করলে সারা জীবন নওজোয়ান থাকিতে পারবে। একাধারে যদি কেহ এই মোদক ২১ দিন পর্যন্ত ব্যবহার করে তা হলে সে এত অধিকবার স্ত্রী সহবাস করতে সক্ষম হবে যে তার স্ত্রী তাকে দেখলেই ভয় পাবে। এতদ্ব্যতীত এই মোদক ব্যবহারে চক্ষের জ্যোতি বৃদ্ধি পায়, পাকস্থলীর পরিপাক শক্তি বৃদ্ধি পায় এবং অনেক রোগ হতে দেহ নিরাপদে থাকে।
ব্যবহার বিধি : -
প্রত্যহ সকালে এই মোদক ৬ গ্রাম মাত্রায় সেবন করে ১১৫ গ্রাম গরুর দুধ পান করবে।
পোস্টে কোথাও ভুল ক্রুটি হলে ক্ষমা করবেন সকল প্রকার টিপস এবং ট্রিক পেতে আমাদের ওয়েবসাইট Trickbd Free এর সাথেই থাকুন আল্লাহ হাফেজ।