How to read long time?

কিভাবে তুমি বেশি সময় পরতে পারবে?

পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে।পড়ার জন্য এটি হচ্ছে বাবা মায়ের মুখ থেকে সবচেয়ে বেশি উক্তি।
তবুও পড়তে বসতে মন চাইতো না,,ঠিক বলেছি না।হুম!আমি জানি এটা সত্য কারণ শৈশব কৈশোর সবার জীবনে এসেছে। 
লেখাপড়ার গোপন টেকনিক


পড়ার জন্য কি কি করা উচিত ঃঃ
১.অন্যান্য কাজের মধ্যে পড়ার জন্য আলাদা একটা সময় নির্ধারণ করতে হবে।
২.পড়ার জন্য একটি রুটিন তৈরি করতে হবে। 
৩.পড়ার সময় অন্য কাজকে গুরুত্ব না দিয়ে নিজের পড়াটা সুন্দরভাবে শেষ করার চেষ্টা করব। 
৪.তোমাকে অবশ্যই মনোযোগী হতে হবে।
৫.তোমার মোবাইল ফোনটি দূরে রাখবে। 
৬.যা পড়বে এবং শিখবে তাই লিখবে,এতে করে পড়া ভালো মনে থাকে।
৭.কোন কিছু মুখস্ত না করে নিজের আয়ত্তে নেয়ার চেষ্টা করবে,যাকে সৃজনশীল বলে।সৃজনশীল হচ্ছে কোন কিছু হুবহু নকল না করে তার মতই সৃষ্টি করা হচ্ছে  সৃজনশীল। 
ঠিক একইভাবে , পড়াটি মুখস্ত না করে নিজের আয়ত্তে নেওয়ার চেষ্টা করবে। 
৮.কোন নতুন শ্রেষ্ঠ বিষয় পাড়ার মাধ্যমে নিজের মনের খোরাক জোগায় এবং তা আনন্দের সঙ্গে গ্রহণ করবে।
তাহলে তুমি বেশি সময় পড়তে পারবে।

উপরোক্ত বিষয়গুলো লক্ষ্য করলে তুমি অধিক সময় মনোযোগী হয়ে পড়তে পারবে।  
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url