GDP,SAVING AND INVESMENT জিডিপি কি?

 WHAT IS GDP?(জিডিপি কি?)



কোন নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের অভ্যন্তরে বসবাসরত জনগণ যে পরিমাণ দ্রব্য ও সেবা সামগ্রী তৈরি করে  তার আর্থিক মূল্যর সমষ্টিকে জিডিপি বলে। 

what is saving? (সঞ্চয় কি?)



ব্যক্তির আয়ের যে অংশ ভোগের পর অবশিষ্ট থাকে তাকে সঞ্চয় বলে অভিহিত করা হয়।সঞ্চয় সামগ্রিক অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে কাজ করে।অর্থাৎ জাতীয় আয়ের যে অংশ সমাজের ব্যক্তি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ইত্যাদি কতৃক আয়োজিত হয়, তাকে সঞ্চয় বলে।

what is investment?(বিনিয়োগ কি?)



অর্থ যখন জমা করে না রেখে অতিরিক্ত আয়ের জন্য কাজে লাগানো হয় তখন তাকে বিনিয়োগ বলে।
অতএব বলা যায় যে,অতিরিক্ত আয়ের জন্য যে মূলধন ব্যবহার করা হয় তাকে বিনিয়োগ বলা হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url