ব্রাজিলকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ

গফিয়া কাপ ১৯৯০ ব্রাজিল বনাম বাংলাদেশ 

gofiya cup 1990 bangladesh vs brazil


বাংলাদেশ ১৯৯০ সালে ব্রাজিলকে ৭-০ গোলে হারিয়ে ছিলো। অনেকে হয়তো অবিশ্বাস করতে পারেন।  আসলে এটাই সত্য। এবং বাংলাদেশ ফাইনালে যাওয়ার জন্য বিশ্বের অন্যান্য পরাশক্তিকে ৫-৬ গোলে হারিয়েছিলো।


১৯৯০ সালে বাংলাদেশ ডানা কাপ এবং গফিয়া কাপ খেলতে যায় এবং বাংলাদেশ থেকে খেলতে যাওয়া দলটির নাম ছিলো বাংলা একাদশ।  ডানা কাপ হয় ডেনমার্কে এবং গফিয়া কাপ হয় সুইডেনে।


ফাইনাল খেলাই বাংলা একাদশ ব্রাজিলের  অনূর্ধ্ব ১৪  দলকে ৭-০ গোলে হারিয়েছিলো। ১৯৯০ সালের এই গফিয়া কাপ খেলাই ব্রাজিল তখন ও হলুদ জার্সিতেই খেলেছিলো।


খেলাটি ১৪/১৫ অনুর্ধ্ব হওয়ার কথা ছিলো কিন্তু বাংদেশের খেলোয়াড়দের বয়স ১৪/১৫ এর বেশি ছিলো কিন্তু তাদের অফিসিয়াল বয়স কম ছিলো। ফলে তাদের খেলাই কোনো রকম বাধা ছিলো না।


Dana Cup Gofiya Cup Champion Bangaldesh 1990 Brazil vs Bangladesh 

খেলাই চাম্পিয়ন হওয়ার বাংলদেশসহ বিশ্বের অনেক সংবাদমাধ্যমে হইচই পড়ে গেলো, এবং তখন সবাই ভাবতে লাগলো বাংলাদেশ হয়তো কয়েক বছরের মধ্যেই বিশ্বকাপ খেলতে পারবে।


সুত্রঃ Jamuna TV (বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে যমুনা টিভির বিশেষ আয়োজন ওয়ার্ল্ড কাপ কার্নিভ্যালে উপস্থিত হয়ে জানিয়েছেন ইইউ’র গণমাধ্যম উপদেষ্টা তৌহিদ ফিরোজ)


ব্রাজিল ২০১৪ বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ৭-১গোলো হেরেছিলো


Others Post

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url