বাংলা লিপি(Bengali script)

 বাংলা লিপিঃ-



বাংলা লিপি সিদ্ধং লিপি থেকে উদ্ভব বলে ধারণা করা হয়।তবে মনে রাখতে হবে,ব্রাক্ষী লিপি ভারতের মৌলিক লিপি।সকল ভারতীয় লিপি এই ব্রাক্ষী লিপি থেকে জন্ম লাভ করেছে। 
সেন যুগে বাংলা লিপির গঠন কার্য শুরু হলেও পাঠান যুগে তার মোটামুটি স্থায়ী আকার ধারণ করে।১৮০০ সালে শ্রীরামপুরে মিশন প্রেস স্থাপিত হওয়ার পূর্বে অনেক দিন ধরে হাতে লেখা হয়েছে এ ভাষা।ছাপাখানায় বাংলা লেখার স্থায়ী রুপ লাভ করে।
 
মনে রাখা দরকারঃ-
ভারতীয় লিপিমালা থেকে ব্রাক্ষী লিপি এবং খরোষ্ঠী লিপি অতঃপর পশ্চিমা লিপি, মধ্যে ভারতীয় লিপি,পূর্বী লিপি।
পরিশেষে,পূর্বীলিপি হত বাংলা লিপি ও বর্ণমালা তৈরি হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url