বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৬দফা ১৯৬৬ বাংলার মুক্তির সনদ 6 clause 1966 Bengal Emancipation Charter
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৬দফা ১৯৬৬ বাংলার মুক্তির সনদ।
বাংলাদেশ হলো ভৌগোলিকভাবেই অন্যান্য অঞ্চল থেকে পৃথক একটি ভূখণ্ড। এখানকার ভূখণ্ড যেমন অন্যান্য অঞ্চল থেকে পৃথক তাই আবার এখানের সংস্কৃতিও আলাদা বলে পরিগণিত হয়। এখানকার সাহসী জনগণ কখনোই বিদেশি শাসনকে বরদাস্ত করেনি। মুক্তি আন্দোলনে বাঙালি ৬ দফা পেশ করে। যার পথ ধরেই স্বাধীনতা লাভ হয়। Scroll down to see the post in English
ছয়দফা বাঙালির মুক্তির সনদ:-
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি ৬ দফা উত্থাপন করার চেষ্টা করলেও তিনি তা উত্থাপনে ব্যর্থ হন। অবশেষে ১৩ ফেব্রুয়ারি তিনি এটি উত্থাপনে সমর্থ হন। মূলত ৬ দফা বাঙালিকে মুক্তি দানের সব বিষয়ই ধারণ করেছিল। এজন্য ৬ দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়।
২১ ফেব্রুয়ারি আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটিতে বঙ্গবন্ধু ৬ দফা দাবি উত্থাপন করেন এবং সঙ্গে সঙ্গে তা ওয়ার্কিং কমিটি দ্বারা গৃহীত হয় ।
৬ দফার উল্লেখিত কর্মসূচিগুলো নিম্নে তুলে ধরা হলো :
১ম দফা : ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে প্রকৃত যুক্তরাষ্ট্রীয় সংবিধান রচনা করতে হবে।
২য় দফা : দেশরক্ষা ও পররাষ্ট্রনীতি ব্যতীত বাকি সকল বিষয় প্রাদেশিক সরকারের হাতে থাকবে।
৩য় দফা : পাকিস্তানের দু অংশের জন্য আলাদা মুদ্রার প্রচলন থাকবে।
৪র্থ দফা : সকল প্রকার কর ও খাজনা আদায়ের দায়িত্ব থাকবে প্রাদেশিক সরকারের হাতে।
৫ম দফা : বৈদেশিক চুক্তির ব্যাপারে প্রাদেশিক সরকারের পূর্ণ স্বাধীনতা থাকবে।
৬ষ্ঠ দফা : আঞ্চলিক সংহতি ও জাতীয় নিরাপত্তা রক্ষার কার্যকর ব্যবস্থা হিসেবে অঙ্গরাজ্যগুলোতে নিজস্ব গণবাহিনী ও আধা সামরিক বাহিনী গঠন করতে হবে।
তাই পরিশেষে আমরা বলতে পারি, ৬ দফা ছিল বাঙালির মুক্তির সনদ। কেননা এ সনদের ভিত্তিতেই সর্বপ্রথম পূর্ব পাকিস্তানের স্বাধীনতা চাওয়া হয়েছিল ।
Bangabandhu Sheikh Mujibur Rahman's 6 point 1966 Bengal Liberation Charter
Bangladesh is a geographically separate territory from other regions. As the terrain here is different from other regions, so the culture here is also considered different. The brave people here have never tolerated foreign rule. Bengalis presented 6 points in the liberation movement. Through which freedom is gained.
Six-fold Bengali Emancipation Certificate:- Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman tried to raise 6 points on February 5-6, 1966, but he failed to raise them. He finally succeeded in raising it on 13 February. Basically 6 points contained all the issues of emancipation of Bengalis. That is why the 6 points are called the charter of liberation of the Bengali nation. On February 21, Bangabandhu raised 6 point demands in the working committee of Awami League and it was immediately accepted by the working committee.