মাত্র 1200 টাকাই 300 Mbps রাউটার Tenda F3 ফুল রিভিউ
Tenda F3 300mbps Wireless Wifi Router Review
আপনি কি অল্প টাকাই ভালো মানের রাউটার খুজছেন!তাহলে আজকের পোস্ট টি আপনার জন্য বেষ্ট হবে।আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো Tenda F3 নিয়ে।
Tenda F3
টেন্ডা এফ থ্রি রাউটারের রয়েছে তিনটি এন্টেনা। রাউটারের সাথে আছে ৪টা পোর্ট। একটি WLAN পোর্ট।এবং ৩টি LAN পোর্ট। প্রতিটি পোর্ট এ আউটপুট পাবেন ১০০Mbps। আরো রয়েছে একটি WPS/Restart বা Reset বাটুন। এবং একটি Power পোর্ট।রাউটারের সাথে পাচ্ছেন একটি ডিসি ৯ ওয়ার্ট ৬০০ mA পাওয়ার এডাপ্টার বা পাওয়ার সাপ্লাই।
Tenda F3 Router এর কাভারেজ কত?
আপনি যদি টেন্ডা এফ থ্রি রাউটার কিনেন তাহলে এর রেন্জ পাবেন ১৪০০ স্কয়ারফিট।
Tenda F3 রাউটার কোন ব্যান্ড ডুয়েল নাকী সিঙ্গেল?
টেন্ডা F3 রাউটার হলো একটি সিঙ্গেল ব্যান্ডের রাউটার যা ২.৪ গিগাহার্জ। এখানে 5G Band 5.0 পাবেন না।আপনারা হয়তো ভাবতে পারেন ৫জি ব্যান্ড এটা আবার কি, আসলে এটা হলো উচ্চ গতিতে ইন্টারনেট চালানো হয়।আমরা যেমন ২জি ৩জি ৪জি ৫জি মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে যেমন নেট পাই ঠিক এখানে এমন ঘটে।২.৪ গিগাহার্জ এ স্পিড কম থাকে। ৫জি তে speed বেশি পাই এটা নিয়ে পরে আলোচনা করা হবে।
Tenda F3 দিয়ে চুরি করে নেট চালানো বন্ধ করতে পারবেন!
এই রাউটার দিয়ে আপনি Mac Filtering Mode চালু করে ওয়াইফাই চুরি করে চালানো বন্ধ করতে পারবেন।
Tena F3 দিয়ে স্পিড লিমিড করতে পারবেন
টেন্ডা এফ থ্রি দিয়ে স্পিড লিমিড করতে করতে পারবেন আপনি ধরেন একজনকে 256KB আবার আরেক জনকে 512KB করে দিতে পারবেন, আবার কাসটম ভাবে আপনি 0 অথবা 1 KB ও করে দিতে পারবেন। সেটা আপনার উপর নির্ভর করে আপনি কাকে কতটুকু স্পিড দিবেন।
Block Tenda F3
এবং সহজের Block করতে পারবেন। এবং সেটাপ করা খুব সহজ।
Tenda F3 300Mbps Wireless Wifi Router Review
- Brand:-Tenda
- Model:-F3
- Router Type:-WiFi
- Antenna:-3 Antenna
- Port:-3 Antenna Ports 3x 10/100M Auto-Negotiation LAN Ports
- WLAN:- 1x 10/100M Auto-Negotiation LAN Ports
- Speed:-300Mbps 2.4 GHz Band
- Range:-1400 Sqft
- Protocol:-IEEE802.11/b/g/n
- WiFi:-Wireless b/g/n
- Security:-PA Algorithm, Wireless Access Control, MAC Address Filtering