বাংলদেশসহ বিশ্বের ৮৪টি দেশের প্রায় ৫০ কোটি ব্যাবহারকারীর হোয়াটসএ্যাপ ডেটা হ্যাক হয়েছে

বাংলদেশসহ বিশ্বের ৮৪টি দেশের প্রায় ৫০ কোটি ব্যাবহারকারীর হোয়াটসএ্যাপ ডেটা হ্যাক হয়েছে

WhatsApp data of nearly 500 million users in 84 countries including Bangladesh has been hacked.

বাংলদেশসহ বিশ্বের ৮৪টি দেশের প্রায় ৫০ কোটি ব্যাবহারকারীর হোয়াটসএ্যাপ ডেটা হ্যাক হয়েছে, হ্যাকাররা ব্যবহারকারীর ফোন নম্বর চুরির পর এসব হ্যাক করা তথ্য বা ডেটা বিভিন্ন ফোরামে বিক্রয় ও করেছে সাইবার নিউজের এক প্রতিবেদন এসব তথ্য জানানো হয়। বিশ্বে Whatapps ব্যাবহারকারীর সংখ্যা প্রায় ২০০ কোটি। 

কোন দেশের কতগুলো একাউন্ট হ্যাক হয়েছেে?How many accounts of any country have been hacked?

নিচের কয়েকটি দেশের তালিকা দেওয়া হলো
মিশর সাড়ে ৪ কোটি 
বাংলাদেশ ৩৮ লাখ ১৬ হাজারের বেশি
ইটালি সাড়ে ৩ কোটি
যুক্তরাষ্ট্রের ৩ কোটি ২০ লাখ
সৌদি আরব ২ কোটি ৯০ লাখ
যুক্তরাজ্যের ১ কোটি ১০ লাখ
এবং রাশিয়া ১ কোটি

কিভাবে হ্যাক করা হয়েছে?How was hacked?

কিভাবে হ্যাক হয়েছে তা এখোনো জানা যায় নি বিশেষজ্ঞরা ধারনা করছে এসব হ্যাক হওয়া ফোন নাম্বার কাজে লাগিয়ে বিভিন্ন স্পাম মেইল পাঠাতে পারে অথবা এসকল একাউন্ট এর নিয়ন্ত্রণ নিয়ে নজরদারি ও করতে পারে।

আজকের পোষ্ট এই পর্যন্ত কোনো প্রকার ভুল ক্রুটি হলে ক্ষমা করবেন। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url