আজব এক গ্রাম, যেখানে ১২ বছর পেরোলেই মেয়েরা হয়ে যায় ছেলে! A strange village, where girls become boys after 12 years!

আজব এক গ্রাম, যেখানে ১২ বছর পেরোলেই মেয়েরা হয়ে যায় ছেলে!

A strange village, where girls become boys after 12 years!

পৃথিবীতে এমন সব আজব ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা নেই, এই ঘটনাটি ঘটেছে লাথিন আমেরিকার দেশ ডমিনিকান রিপাবলিকাতে, দেশটির দক্ষিণে রয়েছে এক অদ্ভুত গ্রাম সালিনাস।  এখানে কোনো ছেলে মেয়ের বয়স ১২ বছর না হলে বোঝা যায় না কে ছেলে আর কে মেয়ে খবর টি প্রকাশ হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে 




ওই গ্রামের একটি ছেলের নাম জনি তাকে মেয়েদের মতো দেখতে কিন্তু বিশেষ কারনে তার পুরুষাঙ্গ তৈরি হয়নি, ১২ বছর পর তার পুরুষাঙ্গ তৈরি হয়েছে। জনিকে ১২ বছর আগে সবাই জানতো সে মেয়ে কিন্তু ১২ বছর পর সে ছেলেতে পরিনিত হয়। জনির মতো আরো অনেক শিশুর একই অবস্থা। ১২ বছরের আগে যারা মেয়ে ছিলো তারা ১২ বছর পর ছেলেতে পরিনিতো হয়েছে।

গ্রামের বাসিন্দারা এই রোগের নাম দিয়েছে গেবেদোসিস
এই গ্রামের এমন ৬ জন মেয়ে ১২ বছর বয়সে ছেলেতে পরিনিতো হয়েছে। বিশেষজ্ঞরা ধারনা করেন আসলে এই সমস্যা টি হয় গর্ভধারনকালে একটি বিশেষ এনজাইমের অভাবে। 

আজকের মতো বিদায় কোনো প্রকার ভুল ক্রুটি হলে ক্ষমা করবেন।  আর কোন ধরনের পোস্ট পেতে চান অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে পোস্ট টি পড়ার জন্য। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url