রোবটের ভবিষ্যদ্বাণী আজ জিতবে আর্জেন্টিনা। রোবট কাশেফ!

আজকের খেলাই জিতবে আর্জেন্টিনা রোবটের ভবিষ্যদ্বানী

Robot Kashef Prophecies Argentina will win today

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার তৈরি রোবট প্রোগ্রাম কাশেফ বিশ্বাকাপ খেলার শুরুর আগেই হাজীর ভার্চ্যুয়াল জ্যোতিষীর ভুমিকায়।আজকের আর্জেন্টিনা বনাস পোল্যান্ড এর খেলাই রোবট কাশেফ মনে করেন আর্জেন্টিনা জেতার সম্ববনা ৫৭ ভাগ এবং পোল্যান্ডের জয়ের সম্ববনা ১৪ ভাগ।  এবং ড্র হওয়ার সম্ববনা ২৯ ভাগ দুই দলের কপালে জুটতে পাড়ে ১ পয়েন্ট করে 
রোবট কাশেফ


বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের অতিতের জয় পরাজয়ের  ইতিহাস এবং খেলোয়ারদের দক্ষতা অভিজ্ঞতা নিয়ে ২০০ রকমের ১ লাখ তথ্যের একটি তথ্য ভান্ডারতৈরী করেছে আল জাজিরা  যেগুলো গুগল ক্লাউটে থাকে এগুলো রোবট কাশেফ দ্রত বিশ্লেষণ করে ভবিষ্যদ্বানী করছে এবং এখন পর্যন্ত ৬৮ ভাগ নির্ভুর ভবিষ্যদ্বানী করেছে কাশেফ

বিশ্বকাপ শুরুর পর এ পর্যন্ত ২৪টি ম্যাচের ফলাফল কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে ভবিষ্যদ্বাণী করেছে কাশেফ। এর মধ্যে ১৪টি সঠিক হয়েছে। ৭টির ফলাফল খুব কাছাকাছি হয়েছে। ভুল হয়েছে ৩টি। ফলে সাফল্যের বিচারে একটু তো এগিয়েই আছে এটি।

আজকের খেলার কাশেফের অন্যান্য দলের ভবিষ্যদ্বানী 

আজকের খেলার অন্যান্য তিন দলের ভবিষ্যদ্বানী কি করেছে রোবট কাশেফ চলুন দেখে আশি। 

অস্ট্রেলিয়া বনাস ডেনমার্ক রাত ৯টা 

কাশেফ ডেনমার্ককে বিজয়ী  দেখছে ৫৪ ভাগ এবং অস্ট্রেলিয়া কে ২০ ভাগ ড্র হতে পারে ২৬ ভাগ

ফ্যান্স বনাম তিউনিসিয়া রাত ৯টা 

ফ্যান্স জিততে পারে ৬৬ ভাগ তিউনিসিয়া ৯ ভাগ এবং ড্র হতে পারে ২৪ ভাগ

সৌদি আরব বনাস মেক্সিকো রাত ১ টা

 সৌদি আরব জিততে পারে ২২ ভাগ মেক্সিকো ৪৬ ভাগ এবং ড্র হওয়ার সম্ববনা ৩২ ভাগ

তাই বলা যায় যে আজকের গননা যদি সঠিক হয় তাহলে আজকের খেলাই জিতবে আর্জেন্টিনা 


আজকের পোষ্ট এই পর্যন্ত কোনো প্রকার ভুল ক্রুটি হলে ক্ষমা করবেন 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url