আমি একজন রক্ত দাতা বলছি
মানুষ মানুষের জন্য।
যেখানে ১ বোতল ২৫০ মিলি মিনারেল ওয়াটার এর মূল্য ১৫ টাকায় কিনতে হয় সেখানে রক্ত দাতা বিনামূল্যে রক্ত সরবরাহ করছে নিজ সার্থ ত্যাগ করে।
একজন রক্ত দাতা কখনো রক্ত দানের নিমিত্তে বা জন্য বেনিফিট চাই না। কি দারুণ ব্যপার! তাই না।
এটা আপনাকে আমাকে মডিফাই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু তাই না।মানুষ তার মানবিক গুণাবলী প্রকাশ করে তার কাজের মাধ্যমে।অনেকে বলে গেছেন কর্মই ধর্ম।
মানুষ মানুষের জন্য। এ চিন্তাধারার আলোকে গড়ে ওঠা মানুষ কখনো তার কথা,কাজ,ব্যবহার ুএর মাধ্যমে অন্যর ক্ষতি কামনা করে না।
মোতাহার হোসেন চৌধুরী জীবনে ও বৃক্ষ প্রবন্ধে বলেছিলেন জীবন থাকলে জীব হয় কিন্তু মন না থাকলে মানুষ হওয়ার যাই না।
অর্থাৎ তিনি তার অভিজ্ঞতা লদ্ধ জ্ঞানের সবটুকু দিয়ে বোঝাতে সক্ষম হয়েছেন, মানুষের ভালো কাজের মাধ্যমে জিব সত্তা থেকে মানুষ সত্তায় পৌঁছানো সম্ভব।
এর মধ্যে বর্তমান সময়ে সবচেয়ে ভালো দৃষ্টান্ত হচ্ছে রক্ত দান কর্ম সূচিতে নিজেকে সপে দেওয়া।
যারা রক্ত দেন তারা আসলে লো ইকুয়ালিটি মানুষ নয় বরং এরা সাহসী, মানবপ্রেমী, নিজ সার্থ ত্যাগকারী এবং বৃহৎ রিদয় এর অধিকার হিসেবে অভিহিত বলে মনে করি।
প্রিয় পাঠক, ধন্যবাদন্তে,মোঃছাব্বির আহমেদ।